• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়ায় ১৭ জনকে অব্যাহতি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

২০২০ সালের এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে নেয়ায় কেন্দ্র সচিবসহ ১৭ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহিদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা সেন্টারে এ ঘটনা ঘটে।
৩ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র এসএসসি পরীক্ষা ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে। এমন সংবাদে ডিসি মো. আবু জাফর ঘটনার সত্যতা পায়। পরে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও উত্তম কুমারকে নির্দেশ প্রদান করেন। ইউএনও পরীক্ষার কেন্দ্র সচিব, পরীক্ষা পরিচালনা কমিটির সব সদস্য ও সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকসহ ১৭ জনকে অব্যাহতি প্রদান করেন।

ইউএনও  জানান, ২০২০ সালের এসএসসি পরীক্ষা ২০১৮ সালের সিলেবাসের প্রণীত প্রশ্নপত্র দ্বারা গ্রহণ করা হয়েছে। যা সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে পরীক্ষার দায়িত্বে থাকা কেন্দ্র সচিব, পরীক্ষা পরিচালনা কমিটির সব সদস্য ও সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকসহ ১৭ জনকে সব দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

তাদেরকে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে কি না এ ব্যাপারে জানতে চাইলে তিনি উর্দ্ধতন কতৃপর্ক্ষের সঙ্গে কথা বলে পরে জানাবেন বলে জানান। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –