• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

প্রকাশিত: ২৬ জুন ২০২০  

পুরুষ বিশ্বকাপের মতোই প্রতি চার বছর পরপর নারী বিশ্বকাপ আয়োজন করে থাকে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। এই বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৩ সালে। শুক্রবার আগামী আসরের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফিফা। তাসমান সাগরপাড়ের দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে ২০২৩ নারী বিশ্বকাপ আয়োজন করবে।

সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ১০ জুলাই শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত মাসব্যাপী নারী বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ব্যাপারে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এটা শুধুমাত্র নারীদের বিশ্বকাপ নয়। এটি পূর্ণাঙ্গ বিশ্বকাপ। নারীরা আমাদের মোট জনসংখ্যার অর্ধেক যা সকলের উপলব্ধি করা প্রয়োজন। পুরুষ বিশ্বকাপের পর এটি সমগ্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টুর্নামেন্ট।’

২০২৩ নারীদের বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে প্রথমে আগ্রহ প্রকাশ করলেও পড়ে নাম প্রত্যাহার করে নেয় ব্রাজিল ও জাপান। এরপর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সঙ্গে লড়াইয়ে ছিল শুধু কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দেশটি পেয়েছে মোট ১৩ ভোট। অন্যদিকে মোট ৩৫ ভোটের মাঝে ২২ ভোট পেয়ে আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –