• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

২৬ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু, ফাইনাল ৮ নভেম্বর!

প্রকাশিত: ১৭ জুন ২০২০  

চলতি বছর মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে এখনো মাঠে গড়ায়নি আইপিএলের এবারের আসর। নানা প্রতিকূলতা সত্ত্বেও যেভাবেই হোক আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এমনকি কিছুদিন আগে আইপিএল আয়োজনের প্রস্তুতি নিতে প্রাদেশিক ক্রিকেট সংস্থাগুলোকে চিঠি দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এবার জানা গেল আইপিএল শুরু ও শেষের সম্ভাব্য তারিখ। 


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী জুলাইয়ে আসতে পারে এ সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সব কিছু বিচার-বিবেচনায় রেখে আইপিএল আয়োজনে বেশ জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে বিশ্বকাপ আয়োজিত হলে এবার আইপিএল আয়োজন প্রায় অসম্ভব হয়ে যাবে। তবে বিশ্বকাপ না হলে সেপ্টেম্বর থেকে নভেম্বর জুড়ে হবে এবারের আইপিএল। এমনকি সম্ভব্য তারিখও চূড়ান্ত করেছে বিসিসিআই। ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সূত্রানুযায়ী, ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ নভেম্বর শেষ হবে আইপিএল।

যদি ভারতে আইপিএল আয়োজন করা না যায় তবে দরকার হলে দেশের বাইরে আইপিএল আয়োজনে আগ্রহী বিসিসিআই। এ প্রসঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, আমরা আইপিএল আয়োজনের জন্য প্রস্তুত। এমনকি দিনতারিখও প্রায় চূড়ান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্তের পরই আমরা সূচি তৈরি করব। প্রয়োজনে দেশের বাইরেও আমরা টুর্নামেন্ট আয়োজন করতে পারি।

এবারের আইপিএলের ভেন্যুর ব্যাপারেও ভাবনাচিন্তা করে রেখেছে বিসিসিআই। খেলা দর্শকশূন্য মাঠে হবে এ বিষয় নিশ্চিত করে প্যাটেল আরো বলেন, ভারতে বা বাইরে যেখানেই আইপিএল হোক গোটা টুর্নামেন্ট ২-৩টা ভেন্যুর মাঝেই সীমাবদ্ধ রাখা হবে। আর দর্শক ছাড়াই হবে এবারের লিগ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –