• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

৫৭ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানো যাবেঃ রেলপথ মন্ত্রী সুজন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯  

হাইস্পিড ট্রেন চালু হলে বিরতি দিয়ে ৬৯ মিনিটে এবং বিরতিহীনভাবে ৫৭ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানো যাবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবিতে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।

ঢাকা থেকে চট্টগ্রামে ‘হাইস্পিড ট্রেন’ চালুর সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক কাজ শেষ হয়েছে জানিয়ে রেলমন্ত্রী জানান, প্রাথমিক স্টাডি রিপোর্ট উপস্থাপন করা হয়েছে। প্রাথমিক স্টাডিতে দেখা যাচ্ছে, এই ট্রেন চালু হলে বিরতি দিয়ে ৬৯ মিনিটে অর্থাৎ এক ঘণ্টা নয় মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে আসা যাবে। আর বিরতি না দিলে ৫৭ মিনিটে পৌঁছানো যাবে। এটার জন্য আলাদা লাইন তৈরি করতে হবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী হয়ে এই ট্রেন সরাসরি চট্টগ্রামে আসবে। 

দোহাজারি-ঘুমধুম রেললাইন স্থাপন প্রকল্পের বিষয়ে রেলমন্ত্রী জানান, দোহাজারী-কক্সবাজার-গুনদুম রেললাইন প্রকল্পটি ট্রান্স এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ড পর্যন্ত সম্প্রসারণ করা হবে। সেই চিন্তাও আমাদের মাথায় রয়েছে।

কর্ণফুলী নদীর ওপর বোয়ালখালী-কালুরঘাট সেতু নির্মাণের অগ্রগতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের জানান, ‘কালুরঘাট সেতুর জন্য এমপি বাদল সাহেব (মঈনউদ্দিন খান বাদল) কয়েকদিন আগে মন্ত্রণালয়ে গিয়েছিলেন। তিনি বারবার সংসদে এটা বলেছেন। একনেকে এটা উঠেছিল। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এটা আটকে গেছে। এই সমস্যা আমরা দূর করব। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ে যাচ্ছেন। যেদিন রেল মন্ত্রণালয়ে আসবেন, সেদিন এটা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করব। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা নিয়ে কাজ করব।

মন্ত্রী জানান, ২০১১ সালের ডিসেম্বরে যোগাযোগ মন্ত্রণালয় থেকে রেল মন্ত্রণালয়কে আলাদা করা হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে রেলকে গতি দেয়ার জন্য এবং, রেলকে সাধারণ মানুষের বাহনে পরিণত করে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু হয়েছে।

বিএনপির জোটের সমালোচনা করে মন্ত্রী জানান, পঁচাত্তর পরবর্তী বঙ্গবন্ধুকে হত্যার পর যারা দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করেছে গত ৩০ ডিসেম্বর জনগণ তাদের প্রতিহত করেছে। তাদের প্রতিহত করে জনগণ আবারো প্রমাণ করেছে দেশে বঙ্গবন্ধু কন্যার প্রয়োজন।

মন্ত্রী জানান, বেদখল জায়গা উদ্ধারের জন্য কাজ করতে গিয়ে যদি কারো দোষ খুঁজে পায় তাহলে তাদের শাস্তি হবে। সমস্যাকে সামনে নিয়ে সমাধান করব। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করছেন, কেউ যদি উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়ায় তাহলে শাস্তি পেতে হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় রেলের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমেদও বক্তব্য রাখেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –