– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

বর্ষায় ব্যাগে রাখবেন যা     

প্রকাশিত: ২৩ জুন ২০২৩  

 
প্রতিদিনই বৃষ্টির আভাস। বর্ষায় তাই প্রস্তুতি সবসময় রাখতে হয়। এই বর্ষায় যদি আপনি বৃষ্টি-ভেজা আতঙ্ক থেকে মুক্তি পেতে চান তাহলে যা ব্যাগে রাখবেন: 

ব্যাগে সবসময় রেইনকোট রাখবেন। এই সময় অনেকেই বর্ষাতি রাখার সুফল বুঝতে পারেন। 
বর্ষাতি না রাখলে ব্যাগে থ্রি ফোল্ড একটি ছাতা রাখতে পারেন। তাহলে ছাতা ঝুলিয়ে বহন করার ঝামেলা থাকবে না। 
প্লাস্টিকের একটি কভার ব্যাগ রাখুন। যখনই দেখবেন বৃষ্টি আসছে প্রিয় স্মার্টফোনের সুরক্ষায় কভারে রাখুন সব। 
বাইরে বের হলে অবশ্যই ব্যাগ ও ল্যাপটপ কাভার রাখতে হবে। 
বৃষ্টির পানি গায়ে লাগতেই পারে। সামান্য হলেও লাগবে। সেজন্য হ্যান্ড টাওয়েল আর টিস্যু রাখুন সঙ্গে। 
বর্ষায় ইনফ্লুয়েঞ্জা আর সংক্রমণ রোগ ছড়ায়। একটি হ্যান্ড স্যানিটাইজার রাখা ভাল। 
এই সময় ভ্যাপসা গরমও বৃষ্টির পর হতে পারে। তখন হয় ঘাম। ঘাম থেকে দুর্গন্ধ যাতে না ছড়ায় সুগন্ধি রাখতে পারেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –