• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

গঙ্গাচড়ায় বাতাসে দোল খাচ্ছে আমন ধানের শিষ 

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১  

গঙ্গাচড়ায় আগাম আমনখেতে মিলেছে ধানের শিষ। উপজেলার গজঘণ্টা, হাবু, বালারঘাট, লক্ষ্মীটারী তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, খেতের মধ্যখানে দোল খাচ্ছে আমন ধানের শিষ। কোনো কোনোটিতে লেগেছে ধানের রং।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর ১৯ হাজার ৩৫৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে ১৮৭৫ হেক্টর জমিতে স্বল্পমেয়াদি ও দেড় হাজার হেক্টর জমিতে হাইব্রিড আগাম জাতের ধান লাগানো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগাম ফসল উঠলে কৃষকরা লাভবান হয়। পরবর্তী সময়ে তারা আগাম আলু, সরিষা কিংবা ডাল জাতীয় শস্য আবাদ করতে পারবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –