• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, অর্থদন্ড দিয়েছে আদালত

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২  

ঠাকুরগাঁওয়ে লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচালনা করার অপরাধে একটি অবৈধ ক্লিনিকে সিলগালাসহ মালিককে চার মাসের জেল ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার দুপুরে শহরের সরকার পাড়ায় সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই রায় দেয়। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান,শহরের সরকার পাড়ায় নাম ও লাইসেন্স বিহীন একটি অবৈধ ক্লিনিক পরিচলনা করায় ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন(৩২) কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। সেই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে আসামিকে কারাগারে পাঠানো হয়। 

এছাড়াও বাসার মালিক কোন প্রকার খোঁজখবর না নিয়েই নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক হিসেবে বাসা ভাড়া দেওয়ার অপরাধে বাসার মালিক কামরুজ্জামান (৫২) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতল ও সদর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –