• সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৬

গোবিন্দগঞ্জে প্রাইভেট কার-সিএনজির সংঘর্ষে নারীর মৃত্যু          

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪  

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজির আরও ৩ যাত্রী আহত হয়। নিহত ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা ও বগুড়া জেলা সীমানার কুন্দেরপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ামুখী একটি প্রাইভেট কারের সাথে বিপরীতমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা অজ্ঞাতনামা এক নারী যাত্রী নিহত হয়। এসময় আহত হয় সিএনজিতে থাকা আরও ৩ যাত্রী। আহতদের বগুড়া শজিমেক হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান বলেন, প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশাটি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –