• রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ে কর্মরত ভুয়া নার্স নির্মূলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪  

আজ মঙ্গলবার সকাল ১০.৩০ এর সময় পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় সম্মুখে পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট এর শিক্ষানবিশ নার্সদের উদ্যোগে পঞ্চগড়ের সকল হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ভুয়া নার্স নির্মূলের দাবিতে  বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি প্রদান মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এসময় শিক্ষার্থীরা, জেলার সকল হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ভূয়া নার্স নির্মূলের এক দফা দাবীতে জেলা সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমানকে স্মারকলিপি প্রদান করে।

উপস্থিত শিক্ষানবিশ নার্সরা তাদের বক্তব্যে, পঞ্চগড়ের বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ভুয়া নার্সদের কারণে রোগীরা কাঙ্খিত সেবা হতে বঞ্চিত হচ্ছে এবং এ কারনে পেশাদার নার্সদের সুনাম ক্ষুন্ন হচ্ছে উল্লেখ করেন। তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্য ভূয়া নার্স নির্মূলের উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহৎ পরিসরে আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –