• শুক্রবার ০৯ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২৪ ১৪৩১

  • || ০২ সফর ১৪৪৬

পীরগঞ্জে বিনামুল্যে সার-বীজ বিতরণ

প্রকাশিত: ১৪ জুন ২০২৪  

 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রোপা আমন ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষে আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সার বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ১৬০ জন কৃষকের মাঝে গ্রীস্মকালীন পেঁয়াজের বীর ও সার বিতরণ কর্মসূচীরও উদ্বোধন করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –