• শনিবার ০৩ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৬ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রকাশিত: ১০ জুলাই ২০২৪  

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট এগ্ৰিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মদন মোহন রায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনু ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার প্রমুখ।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন, ক্লাইমেট স্মার্ট এগ্ৰিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৮টি স্টলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষির উৎপাদন বৃদ্ধিতে আধুনিক পানি ও মাটি ব্যবস্থাপনা, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার, ক্লাইমেট স্কুল ও ক্লাব গঠন, বীজ উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে তথ্য প্রদান করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –