• রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

শিশু নিখোঁজের পোস্ট গুজব, বিভ্রান্ত হবেন না:পুলিশ হেডকোয়ার্টার্স

প্রকাশিত: ৮ জুলাই ২০২৪  

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু নিখোঁজ সংক্রান্ত পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। শিশু নিখোঁজ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব।

এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –