• রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

৯ দফা বাস্তবায়নে রংপুরে ইসলামী আন্দোলনের সমাবেশ

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৪  

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সৃষ্ট পরিস্থিতিতে করণীয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৯ দফা প্রস্তাবনা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রংপুর সিটি পার্ক মার্কেটের সামনে কেন্দ্র ঘোষিত সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে যৌথভাবে এই আয়োজন করে জেলা ও মহানগর শাখা।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলার সভাপতি মাহমুদুর রহমান রিপন। তিনি বলেন, পীর সাহেব চরমোনাই ঘোষিত প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হলে দেশে শান্তি ফিরে আসবে। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ।

সমাবেশে ৯ দফার দাবি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল। ৯ দফার অন্যতম দাবি তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনালে ‘জুলাই গণহত্যা’র বিচার করতে হবে। এ ছাড়াও গত ১৬ বছরে সব রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। ক্ষতিগ্রস্তদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণ প্রদানসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

সমাবেশে রংপুর মহানগর সহ-সাধারণ সম্পাদক জয়নুল আবেদিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সভাপতি আব্দুর রহমান কাসেমী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –