• রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে ৫ থানার কার্যক্রম

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৪  

দীর্ঘদিন বন্ধ থাকার পর ঠাকুরগাঁওয়ে স্বাভাবিক হয়েছে থানার কার্যক্রম। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁওয়ে সাতটি থানার মধ্যে পাঁচটি থানায় এরই মধ্যে সব ধরনের কার্যক্রম চালু হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় গিয়ে দেখা যায়, সেনাবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও থানার মধ্যে অবস্থান করছেন।

ঠাকুরগাঁওয়ে সাতটি থানার কোনোটিতেই ভাঙচুর, অগ্নিসংযোগ বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ কবির বলেন, পুলিশের ধর্মই মানুষের সেবা করা। আমরা আগেও মানুষের সেবায় নিয়োজিত ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও করে যাবো।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঠাকুরগাঁওয়ে মোট সাতটি থানা রয়েছে। এরমধ্যে পাঁচটি থানায় কার্যক্রম আজ সকাল থেকে চালু হয়েছে। বাকি দুই থানার কার্যক্রম খুব শিগগির শুরু হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –