• মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউস সানি ১৪৪৬

চাকরিচ্যুত করায় মালিকের স্ত্রী ও ২ সন্তানকে হত্যা করেন ৪ কর্মচারী

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪  

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রাতের আঁধারে মাসহ দুই সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত নবিন ইসলাম জাহিদ (২২) ও রিমন ইসলাম নামে দুইজনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা৷

এর আগে, গতকাল রাতে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া (দলুয়া) এলাকার কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩২), বড় ছেলে সৈকত শেখ (১৪) ও ছোট ছেলে সায়হাম শেখকে (৮) বটি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন চার কর্মচারী।

তারা হলেন- উপজেলার সাতখামার এলাকার ফজলুর রহমানের ছেলে নবিন ইসলাম জাহিদ ও তার সহযোগী ইসলামপুর এলাকার শফিউর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান বাধন (২৭), নগরকুমারী এলাকার নওশাদ আলীর ছেলে রিমন ইসলাম এবং কলেজপাড়া এলাকার সলিম উদ্দিনের ছেলে রিফাত (৩২)৷

পুলিশ সুপার জানান, কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের মুরগির খামারে চাকরি করতেন নবীন ইসলাম জাহিদ, সাজ্জাদুর রহমান বাঁধন, রিমন ইসলাম ও রিফাত৷ পরে সেই খামারের মুরগির খাবার চুরি করার দায়ে তাদের চাকরি থেকে বাদ দিলে খামারের মালিক সেলিমের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়৷

এই ক্ষোভে গতকাল রাতে সেলিমের বাড়িতে তাকে হত্যার উদ্দেশ্যে যান নবিনসহ তার চার সহযোগী। পরে সেলিমকে না পেয়ে প্রথমে সেলিমের ছোট ছেলে, পরে তার স্ত্রী ও তার বড় ছেলেকে এলোপাতাড়ি বটি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তারা৷

এদিকে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নবীন ইসলাম জাহিদ তার হাতের তালু কাটার চিকিৎসা করতে বোদা ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যান। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার চাচার বাড়ি থেকে আটক করে৷ আটকের পর জিজ্ঞাসা বাদে হত্যাকাণ্ডের সঙ্গে ব্যবহৃত  অস্ত্র উদ্ধার করে পুলিশ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন তিনি৷

অপরদিকে, বৃহস্পতিবার সকালে খামারের মালিক সাদ সেলিম বাদী হয়ে আটোয়ারী থানায় নবীনকে প্রধান আসামি করে জড়িতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে নবীন ইসলাম জাহিদকে আদালতে প্রেরণ করে পুলিশ।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, তিনজনের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুজনকে আমরা গ্রেফতার করেছি৷ তার মধ্যে নবীন ইসলাম জাহিদকে আদালতে প্রেরণ করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –