• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

পৃথক অভিযানে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪  

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানা পুলিশ সদস্যরা থানাধীন   পূর্ব ভোটাহাট এক নম্বর ওয়ার্ডের খোনাপাড়া সীমান্ত গ্রামে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ একই গ্রামের আশরাফুল আলম ২৫ কে গ্রেফতার।
 

এছাড়াও নাগেশ্বরী থানা পুলিশ সদস্যরা নাগেশ্বরী পৌরসভার বালাসিপাড়া মৌজার ৭ নম্বর ওয়ার্ড বিদ্যুৎ অফিসের পাশে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল সহ (১) সাইফুল ইসলাম ৫৩,গ্রাম-কুটি চন্দ্রখানা (২) শ্রী সত্যচন্দ্র সেন ৩৩, গ্রাম-আজওয়াটারী, উভয়ের থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম,(৩) আব্দুর রশিদ ৩৯, গ্রাম-কালোমাটি হরিণচড়া, থানা-সদর, জেলা- লালমনিরহাট কে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের এর মাধ্যমে কোর্টে চালান দেওয়া হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –