• রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৪  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরে ডুবে তানভীর হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালবাহন ইউনিয়নের চুটচুটিয়া গাছ এলাকায় এ ঘটনাটি ঘটে। তানভীর হোসেন ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে তানভীর প্রতিবেশী বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়। একপর্যায়ে তিন শিশু মাঠের পাশের একটি পুকুরে নামেন গোসলের জন্য। কিন্তু তানভীর সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে অন্য শিশুরা পরিবারকে খবর দেয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুর থেকে তানভীরকে উদ্ধার করে। পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরমান আলী পুকুরের পানিতে ওই শিশু মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ইউডি মামলা রুজু করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –