• মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউস সানি ১৪৪৬

হিলিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সূর্যের মরদেহ উত্তোলন

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪  

দিনাজপুরের হিলিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে আগুনে পুড়ে নিহত হয় আসাদুজ্জামান নুর সূর্য। মৃত্যুর একমাস ৫ দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ডাঙ্গাপাড়া কবরস্থান থেকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে পুলিশ আসাদুজ্জামান নুর সূর্যের মরদেহ উত্তোলন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার এসআই আরিফ হোসেন জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় হাকিমপুর থানার আসাদুজ্জামান নুর সূর্য ও পাঁচবিবি থানার নাইমের পোড়া মরদেহ সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সে সময় পুলিশের কর্মবিরতি চলায় এলাকাবাসী ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফন করে।

পরে ১৯ আগস্ট এ ব্যাপারে হাকিমপুর থানায় আসাদুজ্জামান নুর সূর্য এর ভাই সুজন বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ আদালতে আবেদন করেন। আদালত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে সূর্যের মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। তার উপস্থিতিতে মঙ্গলবার মরদেহের ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –