• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি চালুর সুপারিশ

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২  

দেশের প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি চালুর সুপারিশ করেছে জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় ডিসেম্বর মাসকে কেন্দ্র করে জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী উন্মুক্ত প্রতিযোগিতা আয়োজনেরও সুপারিশ করা হয়।

কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং কাজী কেরামত আলী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিগত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, অমর একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আহ্বান করা জেলা পর্যায়ে সাহিত্য চর্চা বাড়ানোর বিষয়ে বাংলা একাডেমি কী পদক্ষেপ নিয়েছে ও কবি নজরুল ইনস্টিটিউট কর্তৃক গত এক বছরে কোন কোন রচনাবলী কয়টি ভাষায় অনুদিত হয়েছে তা কমিটিকে অবহিতকরণ এবং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি গ্রন্থাগারে ছাত্র-ছাত্রীদের জন্য শ্রেণিভিত্তিক বই পাঠের প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সংরক্ষিত ৫২ একর ভূমি গ্রহণে অপারগতা প্রকাশ করায় ওই ভূমি থেকে ১০ একর ভূমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নামে বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –