• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

‘সবাই নির্দেশনা মেনে চললে সড়কে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব’

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২  

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, সড়কে সবাই সরকারি নির্দেশনা মেনে চললে দুর্ঘটনা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আমরা সড়কে আর দুর্ঘটনা দেখতে চাই না। সড়ক হোক নিরাপদ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২’ ও ‘ওয়ার্ল্ড ডে অব রিমেম্বারেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস-২০২২’ উদযাপন উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত মাসব্যাপী ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আহ্ছানিয়া মিশনের প্রধান কর্যালয়ের মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আমিন উল্লাহ নুরী বলেন, এমন কোনো দিন নেই, এমন কোনো সময় নেই যে দিনে বা সময়ে আমাদের দেশের সড়ক ও মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনা ঘটছে না। সড়কে ও মহাসড়কে আহতদের আর্তনাদ আর নিহতদের পরিবার পরিজনের বুকভরা কান্না যে কোনো মানুষকে কাঁদিয়ে ছাড়ছে। আমরা একটু সচেতন হলেই সড়ক হবে নিরাপদ। এজন্য প্রয়োজন সবার সহযোগিতা ও অংশগ্রহণ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। শিক্ষার্থীদের সচেতনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকটা কমিয়ে আনা সম্ভব। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ সড়ক জোরদার করণে সচেতন ক্যাম্পেইন করুক। সেক্ষেত্রে বিআরটিএ ঢাকা আহ্ছানিয়া মিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসী ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –