• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

৭ নভেম্বর ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  

৭ নভেম্বর ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী                    
আগামী ৭ নভেম্বর বিভিন্ন জেলায় ছোট ও মাঝারি দৈর্ঘ্যের ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি অর্থায়নে এসব সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

সংস্থাটির প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান জানান, গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি এসব সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ নিয়ে বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর সভাপতিত্বে সভা হবে। ১০০টি সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৮৭৯ কোটি ৬১ লাখ টাকা। এসব সেতুর দৈর্ঘ্য ৫০ থেকে ২৫০ মিটার।

সওজের প্রধান প্রকৌশলী জানান, সারাদেশে সড়ক যোগাযোগ দ্রুতগতির করতে বিভিন্ন স্থানে বেইলি সেতুর পরিবর্তে নতুন কংক্রিট সেতু নির্মিত হয়েছে। আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়কে কিছু সেতু আগেই নির্মিত হয়েছিল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –