• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৩ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

আদর্শ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ,শান্তিপূর্ণ ও আদর্শ উপায়ে আয়োজনে সকলের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন।

সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিম সভায় এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের জাতীয় নির্বাচনে বিশেষ করে সিলেট-১ আসন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। ফলে মর্যাদাপূর্ণ এ আসনে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও আসবেন। তাই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আদর্শ নির্বাচন আয়োজন করতে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে।

তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, সিলেট মহানগরীর ভোটারদের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী আসন্ন নির্বাচনে নৌকার বিজয় তরান্বিত করতে উপস্থিত নেতারাসহ সবার সহযোগিতা কামনা করেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহসভাপতি  মো. ফয়জুল আনোয়ার, যুগ্ম সম্পাদক বিধান সাহা,আজাদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক  আব্দুর রহমান জামিল, কৃষি সম্পাদক তপন মিত্র, দফতর সম্পাদক মোখলেছুর রহমান কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, , যুব ও ক্রীড়া সম্পাদক  সেলিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ প্রচার সম্পাদক সোয়েব আহমদ প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –