• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

প্রদীপ জ্বালিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪  

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ‘অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নরসিংদী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। এরপর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মুস্তাফিজুর রহমিন পিপিএম, সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, সেক্টর কমান্ডার ফোরাম ‘৭১ নরসিংদীর সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সকল ভাষা শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করে প্রদীপ প্রজ্বলন করা হয়। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পৃথকভাবে ভাষা শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নরসিংদী জেলার সর্বস্তরের জনসাধারণ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –