• মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউস সানি ১৪৪৬

চাঁদাবাজি কঠোরভাবে বন্ধ করবে সরকার: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪  

চাঁদাবাজি সরকার কঠোরভাবে বন্ধ করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ হয়নি, শূন্যস্থান পূরণ হয়েছে। চাঁদাবাজি বন্ধ করতে সরকার ব্যবস্থা নেবে, কিছুদিনের মধ্যেই তা দৃশ্যমান হবে।

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষ তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ইউএনডিপি ক্লাইমেট নিয়ে কাজ করছে। বাংলাদেশে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে চায়। ট্রানজিট টু গ্রাজুয়েশনে কাজ করতে চায়। রিফর্মে দেশে কারিগরি বিষয়ে কাজ করতে চায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরবরাহ বৃদ্ধি করা হচ্ছে। মূল্যস্ফীতি কমবে।

অর্থ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনসহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থসহ সংস্কারমূলক কাজে কারিগরি করবে ইউএনডিপি, এডিবিসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –