• রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

ডিবি কার্যালয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪  

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

বুধবার সকালে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাদের।

এর আগে নিউমার্কেট থানার মামলায় মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, তারা দুজন পালানোর চেষ্টা করছেন- গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। নিরাপদ রুট মনে করে এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন, তখন সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দু’জন নিহত হন। এর মধ্যে একজন ছাত্র ও একজন হকার।

এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আওয়ামী লীগের এ দুই হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের জেরে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি ও প্রভাবশালী নেতারা গা ঢাকা দেন। তাদের কেউ কেউ এরই মধ্যে দেশ ছেড়েছেন বলেও খবর পাওয়া গেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –