• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

যে মামলায় গ্রেফতার হলেন শাজাহান খান

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৪  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। শুক্রবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাজাহান খানের নামে একাধিক মামলা রয়েছে। তবে ধানমন্ডি থানায় হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন শাজাহান খান। তিনি প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে বিজয়ী হন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –