– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ গবেষণা বীরগঞ্জে স্লুইসগেটের পানি বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন কুড়িগ্রামে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভা

নতুন বসন্তে লিন্ডা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

লিন্ডা বর্তমান সময়ের টপ মডেলদের অন্যতম। স্বপ্ন দেখেন মডেলিং-অভিনয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার। বুধবার (১৩ সেপ্টেম্বর) পার করলেন নিজের জীবনের আরো একটি বসন্ত। সামনের দিনগুলোতে নিজের কাজ, মেধা আর মনন দিয়ে জয় করতে চান মানুষের মন।

সম্প্রতি লিন্ডা বনানীর একটি রেস্তোঁরায় নিজের জন্মদিন উপলক্ষে আয়োজন করেন এক অনুষ্ঠানের। জানা যায়, বিশেষ দিনটিকে খোশমেজাজে পার করেছেন তিনি। বন্ধু-বান্ধব, মডেল ও সেলিব্রিটিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন এই মডেল।

র‌্যাম্পে হাঁটার পাশাপাশি নিয়মিত দেশের নামীদামি ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন। গত ১০ বছর ধরে ক্যাটওয়াক, ফটোশুটে লিন্ডাকে বেশি দেখা যায়। তবে ইদানীং মিউজিক ভিডিওতে বেশি কাজ করছেন তিনি।

প্রসঙ্গত, গেল ঈদুল আজহায় আরটিভি মিউজিকের ব্যানারে মুক্তি পায় তার গানের মিউজিক ভিডিও। ‘আগুন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন নাজিয়া রহমান। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও মিউজিক করেন শোভন রায়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –