• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

এজেন্সির সহায়তা ছাড়াই মালয়েশিয়া যেতে পারবে বাংলাদেশিরা

প্রকাশিত: ৮ মার্চ ২০২৪  

মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগে সহায়তাকারী সংস্থাগুলোর পরিষেবা তথা এজেন্সি সহায়তা লাগবে না।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

এ বিষয়ে দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, ই-ভিসা আবেদনগুলো এখন ইমিগ্রেশন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে।

তিনি জানান, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের বিষয়ে সরকার নিয়োগকর্তাদের সক্রিয় আইডি এবং ব্যবহারকারীর ম্যানুয়াল প্রদান করেছে।

ভিসা অনুমোদনের পর অভিবাসী কর্মীদের মালয়েশিয়ায় আনতে নিয়োগকর্তাদের চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার।

সাইফুদ্দিন বলেন, দেশের জনগণের সুবিধা বিবেচনায় মালয়েশিয়ার মানবসম্পদ ও  স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, ৮ ফেব্রুয়ারি বিদেশিকর্মী নিয়োগে এজেন্টের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –