• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ইউক্রেনে ‘হাউক’ পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  

ইউক্রেনে ‘হাউক’ পাঠাতে পারে যুক্তরাষ্ট্র                          
রাশিয়ার ড্রোন ও ক্রুস মিসাইল হামলা প্রতিরোধে ইউক্রেনকে ‘হাউক’ নামের পুরনো আকাশ প্রতিরক্ষা পাঠানোর কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুইজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনে পাঠানো ছোট ও স্বল্প দূরত্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিঙ্গার মিসাইল সিস্টেট থেকে দ্য হাউক ইন্টারসেপ্টর মিসাইল আরো বেশি কার্যকর হতে পারে।

ভিয়েথনামের সময়ের প্রযুক্তি দিয়ে তৈরি দ্য হাউক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে প্রেসিডেন্টের ডাউনড্রাউন ক্ষমতা (পিডিএ) ব্যবহার করতে পারে বাইডেন প্রশাসন। তবে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কয়েকবার উন্নতি ঘটানো হয়েছে। জরুরি প্রয়োজনে কংগ্রেসের অনুমতি ছাড়াই সংরক্ষণাগার থেকে প্রতিরক্ষা সামগ্রী এবং অন্যান্য বিষয়টি সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কতটি হাউস সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য মনস্থির হয়েছে তা নির্ধারণ করতে সমর্থ হয়নি রয়টার্স। 

দ্য হাউক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে পেটরিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আগের ধাপ। এটি রাইথন টেকনোলজিস তৈরি করেছে।

এই মাসের শুরুতে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –