• রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩  

আফগানিস্তানে ৪ দশমিক ৩ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার দিবাগত রাতে দেশটির ফয়জাবাদের ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ভূমিকম্প আঘাত হানে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সেন্টার এক টুইট বার্তায় জানিয়েছে, শুক্রবার রাত ১২টা ৪৯ মিনিটে ফয়জাবাদ থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার নিচে।
 
এর আগে, গত ২৬ জুন ফয়জাবাদের দক্ষিণ-পূর্বে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –