• রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

নিয়ন্ত্রণের বাইরে স্পেনের দাবানল

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩  

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফের কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। চতুর্থ দিনের মতো আগুন জ্বলছে। কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

ক্যানারি দ্বীপপুঞ্জের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, শনিবার বিকালের মধ্যে ২৬ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। অস্থায়ী হিসাব অনুযায়ী, শুক্রবারের ৪ হাজার মানুষকে সরানো হয়। আর শনিবার মোট ২৬ হাজার সরানো হলো যা দাবানলের তীব্রতা বৃদ্ধি নির্দেশ করে। আগুনে এখন পর্যন্ত প্রায় ১১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আটলান্টিকের দ্বীপটিতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে।
সাত দ্বীপের এই দ্বীপপুঞ্জটি আফ্রিকার উত্তর-পশ্চিম এবং স্পেনের মূল ভূখণ্ডের দক্ষিণপশ্বিম উপকূলে অবস্থিত। দ্বীপপুঞ্জটি মরক্কো থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে অবস্থিত।

শনিবার রাতভর আকাশে আগুনের তীব্র শিখা জ্বলে ওঠে এবং ঘরবাড়ির কাছের এলাকায় হেলিকপ্টারে পানি ফেলতে দেখা যায়। বাড়িগুলোর চারপাশ থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া আকাশে উড়ছিল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –