• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

ভিপিএনকে দুষছে সরকার, ফ্রিল্যান্সারদের কাজ আসছে বাংলাদেশ-ভারতে!

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪  

পাকিস্তানে বেশ কিছুদিন ধরে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। নজরদারি বাড়াতে গিয়েই ইন্টারনেটে ধীরগতির অভিযোগ থাকলেও, তা অস্বীকার করেছে দেশটির সরকার। এদিকে ইন্টারনেটের গতি না থাকায় বিপাকে পড়েছেন পাকিস্তানি ফ্রিল্যান্সাররা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় ক্লায়েন্টদের সময়মতো কাজ শেষ করে দিতে পারছেন না ফ্রিল্যান্সাররা। ফলে কাজ হারাচ্ছেন অনেকেই। নাম না প্রকাশের শর্তে একজন ফ্রিল্যান্সার জিও টিভিকে বলেন, ‘ফ্রিল্যান্সিং কমিউনিটির বহু মানুষ দীর্ঘমেয়াদে ক্লায়েন্ট হারানোর ঝুঁকিতে রয়েছেন। হোয়াটসঅ্যাপে আমরা কোনো ফাইল পাঠাতে পারিনি, আবার আমাদের কাছে পাঠানো ফাইলও ডাউনলোড করতে পারিনি।’
 
অভিযোগ উঠেছে, ভিন্নমতাবলম্বীদের কন্ঠরোধ করতে ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ করছে পাকিস্তান সরকার। এ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট যাতে বৃহৎ জনগোষ্ঠীর কাছে না পৌঁছায়, সেজন্য পরীক্ষামূলকভাবে ফায়ারওয়াল ইনস্টল করা হয়েছে। সে কারণেই বড় আকারে ইন্টারনেট সেবা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিঘ্ন দেখা দিয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –