• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪  

ভারতের জম্মু ও কাশ্মীরের উধমপুরে বন্দুক হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একজন অফিসার নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে উধমপুর এলাকায় সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) টহল দিচ্ছিল। এ সময় তাদের ওপর ‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা’ বন্দুক হামলা চালায়। এনডিটিভি আরও জানিয়েছে, আজকের এই হামলাটি জম্মু অঞ্চলে হয়েছে, যা বেশ কয়েক বছর ধরে কাশ্মীরের চেয়ে তুলনামূলকভাবে নীরব ছিল। বর্তমানে জম্মুতে ‘সন্ত্রাসী কার্যকলাপ’র প্রসার ঘটেছে, বিশেষ করে পীর পাঞ্জাল রেঞ্জের দক্ষিণাঞ্চলে। কেননা, যেখানে ঘন জঙ্গল এবং খাড়া পাহাড় রয়েছে।
 
এর আগে, গত ১৪ আগস্ট জম্মু ও কাশ্মীরের দোদা জেলায় বন্দুকযুদ্ধে দীপক সিং নামের সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন নিহত হন। এছাড়া এ ঘটনায় একজন বেসামরিকও আহত হন। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –