• মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউস সানি ১৪৪৬

বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিন আমদানি রপ্তানি বন্ধ

প্রকাশিত: ২৬ জুন ২০২৩  

 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক রেজাউল করিম রেজা জানান, বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ীদের সিদ্ধান্তে ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুলাই সকাল থেকে এই বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –