• মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউস সানি ১৪৪৬

মহানন্দা নদীতে ধরা পড়লো ৩২ কেজির বাঘাইড়

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দাপাড়া এলাকায় মহানন্দ নদীতে পাথর শ্রমিকদের জালে ধরা পড়ে মাছটি। পরে তারা মাছটি বাড়িতে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ছুটে যান মাছটি দেখতে। অনেকেই মাছটি কেনার জন্য গেলেও যারা মাছটি ধরেছেন তারা নিজেরাই ভাগ করে নেন।

জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দাপাড়া এলাকার ২৪ জন পাথর শ্রমিক ও কৃষক দল বেঁধে শখের বসে জাল দিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীতে জাল নিয়ে হাঁটার সময় মাছটি জালে আটকা পড়ে। দ্রুত জাল থেকে মাছটি ধরে তাদের বাড়িতে নিয়ে গিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেন। 

এ বিষয়ে কথা হয় ঐ মাছ ধরা দলে অংশ নেয়া জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, আমরা প্রায়ই শখের বসে নদীতে মাছ ধরতে যাই। আজ দুপুরে মাছ ধরতে নেমে বিকেলের দিকে জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি বাড়িতে নিয়ে এসে ভাগ করে নিয়েছি। 

একই কথা বলেন তরিকুল ইসলাম নামে এক শ্রমিক। তিনি বলেন, আমরা ২৪ জন নদীতে মাছ ধরতে যাই। আমরা কেউ পাথর উত্তোলন, কেউ কৃষি কাজ কেউ বা দিনমজুর হিসেবে কাজ করি। মাছ ধরতে গিয়ে যে এত বড় মাছ ধরতে পারবো তা কল্পনাও করতে পারিনি।

আবু হাসান নামে আরেক শ্রমিক বলেন, মাছটি বাড়িতে নিয়ে আসার পর অনেকই দেখতে আসেন। কনিতে আগ্রহ দেখান অনেকে। শখ করে যেহেতু মাছটি ধরেছি, তাই আমরা বিক্রি না করে নিজেরা কেটে ভাগ করে নিয়েছি। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –