• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

দেবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি আটক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪  

দেবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন লক্ষ্মীরহাট নতুনপাড়া এলাকার শাহজাহানের ছেলে জুয়েল রানা, লক্ষ্মীরহাট এলাকার লালশাহার ছেলে মোস্তফা কামাল, সুলতানপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে মিরুল হোসেন, দেলোয়ার হোসেনের ছেলে নাসির উদ্দিন।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত একটায় দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাজারের মাছ হাটির দক্ষিণ পাশে একটি গুদাম ঘরের ভিতরে অভিযান পরিচালনা করেন। এ সময় নগদ ৬ হাজার ৯২৫ টাকা, ২ বান্ডিল তাসসহ ৪ জুয়াড়িকে আটক করে পুলিশ।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় দেবীগঞ্জ থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –