• সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪  

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে বাচ্চু মিঞা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মাগুরা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

বাচ্চু মিঞা মাগুরা প্রধানপাড়া গ্রামের খাদেমুল ইসলাম ওরফে বুয়ালির ছেলে। মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাচ্চু বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। সকালে রেললাইনের আশপাশে ঘুরছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –