• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

৬০ বোতল ফেন্সিডিলসহ মিজানুর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক মিজানুর রহমান পুরাতন পঞ্চগড় ধাক্কামারা এলাকার আব্দুল মোমিনের ছেলে।

জানা যায়, শুক্রবার (২৪ মে) রাত দেড়টায় পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে মিজানুর রহমানের শরীরের পরিহিত পাঞ্জাবি ও গেঞ্জির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৬০ বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘ টনায় পঞ্চগড় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –