• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯ জুলাই ২০২৪  

পঞ্চগড় জেলার  তেঁতুলিয়ায় পুকুরের ডুবে  হুসাইন নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হুসাইন ওই এলাকার আজিজুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৯ জুলাই) সকালে হুসাইনকে বাসায় রেখে তার বাবা-মা ক্ষেতে পাট কাটতে যান। এ সময় মাকে খুঁজতে গিয়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায় হুসাইন। বাসায় ফিরে শিশুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। এক পর্যায়ে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন তারা। দ্রুত উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –