• শনিবার ০৩ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৬ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪  

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাজার থেকে ছেলের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শেফালী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছেলে ইব্রাহিম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মঙ্গলবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউপির ভাউলাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শেফালী বেগম একই ইউপির মাঝিয়ালী গুচ্ছ গ্রামের জামাল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ইব্রাহিম তার মা শেফালী বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ভাউলাগঞ্জ বাজারে কেনাকাটার উদ্দেশ্যে যান। পরে কেনাকাটা শেষে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় একটি ভ্যানকে পাশ কাটানোর সময় হঠাৎ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে মা শেফালী বেগম পাকা সড়কে ছিটকে পড়েন। এ সময় দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মা শেফালী বেগম৷ এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। 

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) ট্রাকচাপায় ওই নারীর মৃত্যু নিশ্চিত করেছেন৷  

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –