• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

দেড় মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪  

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি গুলশানে তার বাসার উদ্দেশে রওনা হয়। এ সময় নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করেন।

গত ৮ জুলাই ভোর সোয়া ৪টার দিকে হাসপাতালে নেয়া হয় বেগম জিয়াকে। ঐদিনই তাকে সেখানে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। তিনি রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

এর আগে দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমে জানান, খালেদা জিয়া সন্ধ্যায় বাসায় ফিরবেন। চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –