• রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ৩১ ১৪৩১

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ারের কারখানার আগুন

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় লাগা আগুন ১২ ঘণ্টাতেও নেভানো যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান।

এর আগে রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই প্রথম দিকে সাত ইউনিট যায়। আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনসহ ও সিদ্দিক বাজার টিটিএলসহ বেশ কয়েকটি ইউনিট কাজ করলেও পরে আগুনের তীব্রতা বাড়লে ইউনিট বাড়িয়ে ১২টি করা হয়।

সরেজমিনে দেখা গেছে, আগুনের শিখায় লাল হয়ে আছে গাজী টায়ার ফ্যাক্টরির অভ্যন্তর। ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আশপাশের উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানা যায়নি এখনো।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –