• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

খাবারের পর যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪  

সাহাল ইবনে মুআজ ইবনে আনাস (রা.) থেকে তার পিতাসূত্রে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আহার করার পর এই দোয়া পড়ে, তার আগের সব অপরাধ ক্ষমা করা হয়।’ (তিরমিজি, হাদিস : ৩৪৫৮)

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ

উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানি হা-জা ওয়া রজাকানিহি মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়্যাহ।

অর্থ : সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন—আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ছাড়া।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –