ফরজ গোসল করার সহিহ-শুদ্ধ পদ্ধতি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪
বিভিন্ন কারণে গোসল ফরজ হয়। আর ফরজ গোসল ইসলামি জীব বিধানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হলো কারো ওপর গোসল ফরজ হলে সঠিক-শুদ্ধ পদ্ধতিতে গোসল আদায় না করা পর্যন্ত ঐ ব্যক্তি নাপাক থাকবেন। আর এই নাপাকি অবস্থায় তার কোনো প্রকারের কোনো ইবাদত-বন্দেগি করার অনুমতি নেই।
সুতরাং সঠিক-শুদ্ধভাবে আমল করার জন্য শারীরীকভাবে পবিত্র থাকার উদ্দেশ্য গোসল ফরজ হওয়ার কারণ, ফরজ গোসলের ফরজ, সুন্নত ও মুস্তাহাব আমলসহ ফরজ গোসল করার পদ্ধতি সবার জানা থাকা একান্ত জরুরি।
গোসল ফরজ হওয়ার কারণসমূহ হলো
(১) জাগ্রত বা নিদ্রা অবস্থায় উত্তেজনার সঙ্গে বীর্যপাত হওয়া। কিন্তু নিদ্রা অবস্থায় উত্তেজনার অনুভব না হলেও গোসল করা ফরজ। কেননা নিদ্রা অবস্থায় স্বপ্নদোষ হলে মানুষ অনেক সময় তা বুঝতে পারে না। মোট কথা গোসল ফরজ হওয়ার জন্য বীর্যপাত শর্ত তাতে উত্তেজনা থাকুক আর না থাকুক সেটা কোনো বিষয় নয়।
(২) স্ত্রী সহবাস করার দ্বারা গোসল ফরজ হয়। সহবাসের ক্ষেত্রে স্ত্রীর যৌনাঙ্গে পুরুষাঙ্গের সর্বনিম্ন আগাটুকু (সুপারি পরিমাণ আংশ) প্রবেশ করালেই গোসল ফরজ হয়ে যাবে। কেননা এ ব্যাপারে নবী (সা.) বলেন, পানি নির্গত হলেই পানি ঢালতে হবে। (মুসলিম, অধ্যায়: হায়েজ, অনুচ্ছেদ: পানি নির্গত হলেই পানি ঢালা। হা/ ৩৪৩।) অর্থাৎ বীর্যের পানি নির্গত হলেই গোসল করতে হবে।
নবী (সা.) আরো বলেন, স্ত্রীর চার শাখার (২ হাত ২ পায়ের) মাঝে বসে, তার সঙ্গে সহবাসে লিপ্ত হলেই গোসল ফরজ হবে। (বুখারি, অধ্যায়: গোসল, অনুচ্ছেদ: উভয় লিঙ্গ মিলিত হলে করণীয়, হা/ ২৯১। মুসলিম, অধ্যায়: হায়েয, অনুচ্ছেদ: পানি ঢালার সম্পর্ক পানি নির্গত হওয়ার সঙ্গে। হা/ ৩৪৮।)
এখানে বীর্যপাতের কোনো কথা বলা হয়নি। এর দ্বারা বুঝা যায় এই এইভাবে স্ত্রী সহবারে যদিও বীর্যপাত না হয় তবুও গোসল ফরজ হবে। এ বিষয়টি অনেক মানুষের জানা নেই। অনেক লোক স্ত্রী সহবাসে বীর্যপাত না করলে অজ্ঞতা বশত সপ্তাহ মাস কাটিয়ে দেয় গোসল করে না। আল্লাহ আমাদের সবাইকে এমন ভুল থেকে বাচার নেক তাওফিক দান করুন। আমিন। এটি একটি মারাত্মক ধরণের ভুল। এ জন্য আল্লাহ ও তার রাসূলের শরিয়তের সীমারেখা সম্পর্কে জ্ঞানার্জন করা প্রত্যেক ব্যক্তির ওপর ফরজ। অতএব উল্লেখিত হাদিসের ভিত্তিতে সহবাস করে বীর্যপাত না হলেও গোসল করা স্বামী-স্ত্রী উভয়ের ওপর ফরজ।
(৩) নারীদের ঋতু (হায়েজ-মিনস) বা নেফাস (সন্তান প্রসোবত্তোর স্রাব) হওয়া। ঋতুবতী নারীর স্রাব বন্ধ হলে গোসলের মাধ্যমে তাকে পবিত্র হতে হবে। এই গোসলও ফরজ গোসলের অন্তর্ভূক্ত। কেননা আল্লাহ বলেন অর্থাৎ তারা তোমার কাছে জিজ্ঞাসা করে হায়েজ সম্পর্কে। বলে দাও, এটা অপবিত্র। কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী মিলন থেকে বিরত থাক। তখন পর্যন্ত তাদের সঙ্গে সহবাসে লিপ্ত হবে না; যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তমরূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে। যেভাবে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। (সূরা: বাকারা, আয়াত: ২২২)
নবী (সা.) ইস্তেহাজা বিশিষ্ট নারীকে নির্দেশ দিয়েছেন, ঋতুর নির্দিষ্ট দিনসমূহ সে বিরত থাকবে তারপর গোসল করবে। নেফাস থেকে পবিত্র হওয়ার ক্ষেত্রেও অনুরূপ বিধান। তার ওপরও গোসল করা ফরজ। হায়েয ও নেফাস থেকে পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করার পদ্ধতি নাপাকি থেকে গোসল করার পদ্ধতির অনুরূপ। তবে কোনো ইসলামি পণ্ডিতরা ঋতুবতীর গোসলের সময় বরই পাতা ব্যবহার করা মুস্তাহাব বলেছেন। কেননা এতে অধিক পরিস্কার ও পবিত্র হওয়া যায়। বরই পাতার বদলে সাবান বা শ্যম্পু ব্যবহার করলেও উক্ত উদ্দেশ্য হাসিল হয়।
(৪) আবার কেউ কেউ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ বলে উল্লেখ করেছেন। এই কথার দলীল হচ্ছে, নবী (সা.) এর কন্যা যয়নবকে যারা গোসল দিচ্ছিলেন, তিনি তাদেরকে বললেন, যয়নবকে ৩ বার গোসল করাও, অথবা ৫ বার অথবা ৭ বার অথবা এর চাইতে অধিকবার- যদি তোমরা তা মনে কর। (বুখারি, অধ্যায়: জানাযা, অনুচ্ছেদ: মৃতকে পানি ও বরই পাতা দিয়ে গোসল দেয়া ও ওজু করানো। হা/১২৫৩। মুসলিম, অধ্যায়: জানাযা, অনুচ্ছেদ: মৃতকে গোসল দেওয়া, হা/৯৩৯।)
তাছাড়া বিদায় হজে আরাফা দিবসে জনৈক ব্যক্তি ইহরাম অবস্থায় বাহন থেকে পড়ে গিয়ে মৃত্যু বরণ করলে নবী (সা.) বলেন, তোমরা তাকে পানি ও বরই পাতা দ্বারা গোসল দাও এবং পরিহিত ২টি কাপড়েই কাফন পরাও। (বুখারি, অধ্যায়: জানাযা, অনুচ্ছেদ: ইহরামকারী মৃত ব্যক্তিকে কীভাবে কাফন পরাতে হয়। হা/ ১২৬৭। মুসলিম, অধ্যায়: হজ, অনুচ্ছেদ: ইহরামকারী মৃত্যুবরণ করলে কি করতে হবে। হা/১২০৬।)
মৃত্যু ব্যক্তিকে গোসল করানো ফরজ। কিন্তু এটা জীবিতের সঙ্গে সম্পর্কিত। কেননা মৃত্যু বরণ করার কারণে উক্ত ব্যক্তির ওপর শরিয়তের বাধ্যবাধকতা শেষ হয়ে গেছে। তাই জীবিতদের ওপর ফরজ হচ্ছে, তাকে গোসল করিয়ে দাফন করা। কেননা নবী (সা.) এ সম্পর্কে নির্দেশ দিয়েছেন।
ফরজ গোসলের ফরজসমূহ হলো
গোসলের ফরজ মোট ৩টি। এই ৩টির কোনো একটি বাদ পরলে ফরজ গোসল আদায় হবে না। তাই ফরজ গোসলের সময় এই ৩টি কাজ খুব সর্তকতার সঙ্গে আদায় করা উচিত।
(১) গড়গড়া কুলি করা।
(২) নাকে পানি দেওয়া।
(৩) এরপর সারা দেহে পানি ঢালা ও ভালোভাবে গোসল করা।
ফরজ গোসলের সুন্নত আমলগুলো হলো
(১) আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল করার নিয়ত করা।
(২) ফরজ কাজগুলোর মাঝে ক্রম বা ধারাবাহিকতা বজায় রাখা।
(৩) প্রথমে ওজু করা।
(৪) দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া।
(৫) শরীরে কোনো নাপাকি থাকলে তা দুর করা।
(৬) মেসওয়াক করা।
(৭) সারা দেহে ৩ বার পানি ঢালা।
ফরজ গোসলের মুস্তাহাবসমূহ হলো
(১) উচু স্থানে বসে গোসল করা যাতে পনি গড়িয়ে যায় ও গায়ে ছিটা না লাগে।
(২) পানির অপচয় না করা।
(৩) বসে বসে গোসল করা।
(৪) লোক সমাগমের স্থানে গোসল না করা।
(৫) পাক জায়গায় গোসল করা।
(৬) ডান দিক থেকে গোসল শুরু করা।
ফরজ গোসলের সঠিক-শুদ্ধ নিয়ম-পদ্ধতি
(১) গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে। বাড়তি মুখে কোনো আরবি শব্দ উচ্চারণ করে নিয়ত করাতেই হবে এমনটা ভাবা বা জরুরি মনে করার প্রয়োজন নেই।
(২) প্রথমে দুই হাতে কব্জি পর্যন্ত ৩ বার ধুয়ে নেওয়া।
(৩) এরপর ডান হাতে পানি নিয়ে বামহাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধৌত করা এবং শরীরের অন্য কোনো জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুয়ে পরিস্কার করা।
(৪) এবার বাম হাতকে ভালো করে ধুয়ে ফেলা।
(৫) এরপর ওজু করতে হবে তবে ২ পা ধোয়া যাবে না।
(৬) ওজু শেষে মাথায় ৩ বার পানি ঢালতে হবে।
(৭) এরপর সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে ৩ বার ডানে তারপরে ৩ বার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে, যেন শরীরের কোনো অংশই বা কোনো লোমও শুকনো না থাকে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে।
(৮) সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে ২ পা ৩ বার ভালোভাবে ধুতে হবে।
বিশেষভাবে মনে রাখতে হবে
(১) ফরজ গোসলে পুরুষের দাড়ি ও মাথার চুল এবং নারীদের চুল ভালোভাবে ভিজতে হবে।
(২) এই নিয়মে গোসলের পর নতুন করে আর ওজুর দরকার নাই, যদি ওজু না ভাঙ্গে।
-মুফতি শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমিন (রহ.)
– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –- জননিরাপত্তা সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসর
- পুলিশের লুট হওয়া ৯৭ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলো র্যাব
- বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন
- রিজার্ভ সংকট সহজেই সমাধান হবে না: গভর্নর
- লুট হওয়া ৩০৯ অস্ত্র ও গুলি-টিয়ার গ্যাস-সাউন্ড গ্রেনেড উদ্ধার
- ধেয়ে আসছে ঝড়, প্রভাব পড়বে যেসব অঞ্চলে
- রেজিস্ট্যান্স উইক: দেশজুড়ে আজ নতুন কর্মসূচি
- বলিউডে শাহরুখের ছোট ছেলে আব্রাম
- নামাজের সময়সূচি: ১৪ আগস্ট ২০২৪ ইং
- বৃহস্পতিবারের মধ্যে শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা
- এইচএসসি: স্থগিত পরীক্ষাগুলো শুরু হতে পারে যেদিন
- এই সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি: প্রণয় ভার্মা
- ডিবি কার্যালয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক
- সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী
- এমবাপের অভিষেকের আগে দুঃসংবাদ পেল রিয়াল
- রংপুর মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সাময়িক নিষিদ্ধ
- আরএমপি কমিশনার ও রংপুর রেঞ্জের ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
- বেবিচকের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- রাষ্ট্র সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতা করা হবে:
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর
- বাতিল হচ্ছে ১৫ আগস্টের সাধারণ ছুটি
- সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার
- এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি প্রকাশ: ড. সালেহউদ্দিন
- এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি প্রকাশ: ড. সালেহউদ্দিন
- রংপুরে নামাজের সময়সূচি: ১৩ আগস্ট ২০২৪ ইং
- আমার নামে কোনো ফেসবুক পেজ নেই: বিপাশা
- বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকছেন না বুমরাহ, ফিরতে পারেন ইশান-শামি
- শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- রাতের আঁধারে পাচার হচ্ছিল ২০ লাখ টাকার চা!
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে কলেজছাত্র মিলন
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- কোটা এখন রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে: জনপ্রশাসনমন্ত্রী
- ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক, আলোচনায় যা থাকছে
- বাংলাবান্ধায় নিষ্ক্রিয় করা হলো কুড়িয়ে পাওয়া মর্টারশেল
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- আগামী ৩ দিন কোথাও ঝড় কোথাও বৃষ্টি
- শুক্রবার থেকে সারাদেশে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকবে যে কয়দি
- ট্রাম্পকে হত্যাচেষ্টায় পাল্টে যেতে পারে মার্কিন নির্বাচনের গতিপথ
- ২০৪১ সালের মধ্যে দেশ সোনার বাংলাদেশ হবে: স্পিকার
- যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করে রাজাকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন
- সরকারের বিভিন্ন বিভাগে নিচের গ্রেডে জনবল ঘাটতি, শীর্ষে অতিরিক্ত
- তাহাজ্জুদের নামাজ আদায়ের শেষ সময় কখন
- তওবায় মেলে আল্লাহর নেয়ামত ও সন্তুষ্টি

