• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

পার্পল ক্যাপ নিয়ে নিজের অনুভূতি জানালেন মুস্তাফিজ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

চলছে আইপিএলের ১৭তম আসর। যেখানে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান। শুরুতে দলটির একাদশে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও ফিজই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। এজন্য পেয়েছেন আইপিএলের পার্পল ক্যাপ। 

আসরে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এরপর দ্বিতীয় ম্যাচেও বল হাতে দুই উইকেট শিকার করেন তিনি। এতে ৬ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি কাটারি মাস্টার।

শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আইপিএলের ঐতিহ্যবাহী পার্পল ক্যাপ মাথায় নিয়ে প্রথমবারের মতো খেলার পর অনুভূতির কথা জানিয়েছেন মুস্তাফিজ।

ফিজ লিখেন, ‘পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখব। আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।’

উল্লেখ্য, আইপিএলের সব দলের একটি করে ম্যাচ খেলা হয়েছে। অধিকাংশ দলই দুইটি করে ম্যাচ খেলেছে। আসরে এই পর্যন্ত উইকেট শিকারের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন মুস্তাফিজ। ৬ উইকেট নেয়া এই পেসারের গড় ৯.৮৩। ধরে রেখেছেন পার্পল ক্যাপ।

আইপিএলের বিশেষ এই ক্যাপের লড়াইয়ে ফিজের পরে আছেন কলকাতার হর্ষিত রানা। ৫টি উইকেট নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই পেসার। এছাড়া ৪ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থান দখলে রেখেছেন আন্দ্রে রাসেল।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –