• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনালদো

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪  

সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের মুখোমুখি হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। ম্যাচটিতে প্রতিপক্ষের এক ফুটবলারকে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেছেন পর্তুগিজ তারকা। তিনি মাঠ ছাড়ার পর ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আল নাসর।

প্রতিপক্ষের ফুটবলারকে আঘাত করে শাস্তি হিসেবে লাল কার্ড দেখেছেন রোনালদো। এটি সে পর্যন্তই ঠিক ছিল। কিন্তু এবার আরো বড় শাস্তি পেতে যাচ্ছেন সাবেক এ রিয়াল মাদ্রিদ তারকা।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল রিয়াদিয়া জানিয়েছে, দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনালদো। তবে শুধু নিষেধাজ্ঞাতেই পার পাবেন না তিনি, জরিমানাও গুনতে হতে পারে পর্তুগালের অধিনায়ককে।

এছাড়াও  ‘অসম্মানজনক আচরণ’ করেছেন বলে ম্যাচ রেফারি মোহাম্মেদ আল-হুওয়াশি তার প্রতিবেদনে তুলে ধরেছেন বলে এক সূত্র জানিয়েছে সংবাদমাধ্যমটিকে। 

এর শাস্তি হিসেবে রোনালদোকে দুই ম্যাচ নিষিদ্ধ করতে পারে সৌদি ফুটবল ফেডারেশন শৃঙ্খলা কমিটি। দুই ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা জরিমানাও গুনতে হতে পারে সিআর সেভেনকে। যদি সংবাদমাধ্যমটির কথা সত্যি হয় তাহলে গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বার নিষিদ্ধ হবেন তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –