• মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৩ ১৪৩১

  • || ০৩ রবিউস সানি ১৪৪৬

আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে হয়নি টস, মাঠে রাগবি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪  

কয়েকদিন ধরে নয়ডায় চলছে অবিরাম বৃষ্টি। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচের প্রথম দিন অবশ্য রোদ উঠেছিল। তবু ভেজা আউটফিল্ডের কারণে বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়ে যায় দিনের খেলা। অলস সময় কাটিয়ে গা গরম করতে কিউই ক্রিকেটারদের রাগবি খেলায় মাততে দেখা যায়।

নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে নিষ্কাশন ব্যবস্থা উন্নতমানের না হওয়াতে মাঠ শুকানো গ্রাউন্ডসম্যানদের পক্ষে সম্ভব হয়নি। প্রধান কিউরেটর অমিত শর্মার মতে, বৃষ্টি অব্যাহত থাকলে আউটফিল্ড প্রস্তুত রাখা চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেছিলেন। সোমবার আউটফিল্ড এবং বোলারদের জন্য রান আপের স্থান ভেজা থাকায় দুই দল টস করতেও নামেনি।

দুই আম্পায়ার একাধিকবার মাঠ পরিদর্শনের পরও মিলছিল না ম্যাচ শুরুর বার্তা। স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে দিনের খেলা শেষের ঘোষণা আসে। মঙ্গলবার সকাল ৯টায় টসের সময় নির্ধারিত হয়েছে। বাকি চার দিন সকাল ১০টার পরিবর্তে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। প্রতিদিন অন্তত ৯৮ ওভার খেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে পাঁচবার আইসিসি ইভেন্টে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এবার দুদল প্রথমবারের মতো টেস্টে একে অন্যের বিপক্ষে খেলতে নামার অপেক্ষাটা বেড়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –