• বুধবার ১৪ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ৩০ ১৪৩১

  • || ০৭ সফর ১৪৪৬

রূপচর্চার টুকিটাকি

প্রকাশিত: ২১ জুন ২০২৩  

 
আজকাল প্রাকৃতিক উপায়ে ত্বকের পরিচর্যা করার চেষ্টা বেশি হয়। আর এই চেষ্টার কাজ করতে গিয়ে অনেকে স্কিনকেয়ারের বেসিকটাই ভুলে যান বা জানেন না। স্কিনকেয়ারের মুল বিষয়গুলো জেনে আসি চলুন: 

স্কিনকেয়ারে যা আপনার লাগবেই

প্রায় সব ধরনের ত্বকেই মাইল্ড জেল বেজড ক্লেনজার জরুরি। 
ত্বকের যত্নে টোনার লাগবে৷ তবে তৈলাক্ত ত্বকে অ্যাস্ট্রিনজেন্টও মন্দ হয় না।
মাইল্ড স্ক্রাব অথবা মাইল্ড ক্যামিকেল অ্যাক্সফোলিয়েটর ব্যবহার করুন। 
ত্বকে ময়েশ্চারাইজার লাগবেই৷ তবে আজকাল সানস্ক্রিনেই ময়েশ্চারাইজার দেওয়া থাকে। আর সানস্ক্রিন তো লাগবেই৷ 
ত্বকের নির্জীবতার বিরুদ্ধে সেরাম ব্যবহার করা জরুরি। 
রূপচর্চা

স্কিনকেয়ারে কোনটির ব্যবহার কিভাবে

মেকআপ তোলা না থাকলে এবং অয়েল বেজড ক্লেনজার হলে আগে মেকআপ তুলে নিতে হবে। তারপর ব্যবহারে সুফল পাবেন। 
ক্লেনজারের পর এক্সফোলিয়েটর করতে হবে৷ তবে ক্যামিকেল এক্সফোলিয়েটর দিনে ভুলেও না। রাতে ব্যবহার করুন। 
এক্সফোলিয়েটরের পর টোনার ও সেরাম ব্যবহার করে আই ক্রিম লাগাতে হবে৷ 
সানস্ক্রিন দিনে ব্যবহার করবেন ও রাতে ময়েশ্চারাইজার। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –