– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

ইসরায়েলি ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনির মৃত্যু

প্রকাশিত: ২২ জুন ২০২৩  

দখলকৃত পশ্চিম তীরের জেনিনের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এই তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে, জেনিন শরণার্থী শিবিরে ড্রোন হামলার ফলে একটি গাড়িতে আগুন লেগে যায়। 

ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা জানায়, জেনিন শরণার্থী ক্যাম্পে হঠাৎ বেজে ওঠে সর্তকতামূলক সাইরেন। এরপরই একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক হ্যারি ফাউসেট বলেছেন, ড্রোন হামলা ছিল একটি যৌথ সামরিক-গোয়েন্দা অভিযানের চূড়ান্ত ফল। আমরা জানি না গাড়ির ভেতরে কে বা কতজন ছিল। এখনই এ ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব নয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, গাড়ির ভেতর সন্ত্রাসী তৎপরতা লক্ষ্য করা গেছে। গোপন সূত্রে নিশ্চিত হওয়ার পরই স্লিপার সেলটি লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। নিহতরা সবাই জালামাহ্ শহরের হামলার সাথে জড়িত।

উল্লেখ্য, সোমবারই জেনিন শরণার্থী ক্যাম্পে ব্যাপক অভিযান চালায় ইসরায়েলি সেনাবহর। এ ঘটনায় প্রাণ হারায় শিশুসহ ৭ ফিলিস্তিনি। এছাড়া আহত হয় অন্তত ৯০ জন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –