• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

তেঁতুলিয়ায় ২৩০ মিলিমিটার বৃষ্টি   

প্রকাশিত: ২৩ জুন ২০২৩  

 
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার এ বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে এ অঞ্চলে ভারি বর্ষণ হচ্ছে। এতে বেড়েছে নদী, খাল-বিলে পানি।

রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, শুক্রবার সকালে তেঁতুলিয়ায় ২৩০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৮২ মিলিমিটার ও বুধবার ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২১ জুন থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি) থেকে অতি ভারি (৮৯ মি.মি বা তারও বেশি) বর্ষণের সতর্কবাণী দেওয়া হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –